ঢাকাFriday , 15 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনের ৭০ আসনের টিকিটসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 15, 2024 12:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ দুজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তাড়াইল উপজেলার বরুহা গ্রামের মৃত গোপাল চন্দ্র বর্মণের ছেলে তপু চন্দ্র বর্মণ (৩০)

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একট দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে ট্রেনের ১৫টি আসনের চারটি টিকিটসহ প্রথমে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডের পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৫টি আসনের ১৫টি টিকিট, একটি স্ক্যানার প্রিন্টার ও একটি কম্পিউটারসহ তপু চন্দ্র বর্মণকে গ্রেফতার করে।

ঢাকা জেলা রেলওয়ের পুলিশ ‍সুপার মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা স্বীকার করেছেন যে, তারা পরিচিতদের এনআইডি ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তারা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন।

এ ব্যাপারে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন