নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে আয়োজিত জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুস সালাম রিপন ও সদস্য মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান রুমী, রনজিত সরকার, এনামুল হক চৌধুরী আলমাস, আবুল হাসেম মাস্টার, সাখাওয়াত হোসেন খান, বাবুল রেজা, রুহুল আমীন, শাহজাহান কবীর, সাইফউদ্দীন আহমেদ লেনিন, তরীকুল হাসান শাহীন, ধ্রুব সরকার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদীচী যেমন সক্রিয় ভূমিকা রেখে আন্দোলনকে সফল করেছে, তেমনি মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসলে উদীচী সাহসের সঙ্গে লড়াই করে যাবে। বক্তাগণ মহান মুক্তিযুদ্ধে উদীচীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনসহ দুর্যোগময় সময়ে উদীচী মানুষের পাশে দাঁড়িয়েছে।
আলোচনা শেষে ফিরোজ উদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক ও স্বপন কুমার বর্মণকে সদস্য সচিব করে ২১ সদস্যের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় আগামী ৪ জানুয়ারি।
সভা সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।