ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরের গোবিন্দপুরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা

প্রতিবেদক
-
নভেম্বর ১৭, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গোবিন্দপুর বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমরা কিশোরগঞ্জে একাধিকবার মানববন্ধন করেছি কিশোরগঞ্জ ভৈরব রাস্তা সংস্কার এবং কিশোরগঞ্জ-ঢাকা রোডে বাস ভাড়া কমানোর দাবিতে। কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি। সরকারি নিয়ম অনুযায়ী কিশোরগঞ্জ থেকে ঢাকা রোডে ভাড়া হওয়ার কথা ২৬০২৭০ টাকা। কিন্তু ভাড়া নিচ্ছে ৩৫০৪০০ টাকা। এর সঙ্গে জড়িত রয়েছে বড় সিন্ডিকেট। সপ্তাহে আমরা ডিসি বরাবর স্মারকলিপি দেবো। এরপরও কাজ না হলে আমরা আন্দোলনের কঠোর কর্মসূচি দেবো।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি।  জণগণ তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। অন্তর্বর্তী সরকারকে জণগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এই সরকারের ১০০ দিন পার হলেও জনগণের আশানুরূপ তেমন কিছু করতে পারেনি।এই সরকারকে বুঝতে হবে, জনগণ এই সরকারকে বসিয়েছে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষ সরকারের বিপক্ষে যায়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ  হোসেনপুর উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক মোখলেসুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সোহেল হায়দার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজন, ছাত্র নেতা রিপন রাজ, ইমন খান, পায়েল চৌধুরী, সালমান প্রমুখ

সভা সঞ্চালনা করেন হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব হুমায়ুন করিব।

আপনার মন্তব্য করুন