ঢাকাMonday , 18 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
-
November 18, 2024 10:01 am
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত যুবকের  ছুরিকাঘাতে হারুনউর রশিদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে ভৈরবের সম্ভুপুর রেলক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

নিহত হারুনউর রশিদ উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে  ব্যবসায়ী হারুন সম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছের একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে  তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হারুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আঘাত অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে ধারণা তার

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।

আপনার মন্তব্য করুন