অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১৮ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে আগামী সাতদিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বিভিন্ন অনিয়মের জড়িয়ে পড়েন। গত ২৫ আগস্ট অষ্টগ্রাম উপজেলার মেঘনা নদীতে তার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনী তিনটি ড্রেজার জব্দ করে। এছাড়া বিভিন্ন মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ও নিরীহ জনসাধারণকে আসামি করতে তার নেতৃত্বে থানায় এজাহার দায়ের করা হয়। তিনি অষ্টগ্রাম উপজেলা অটো-মিশুক সমিতির অনুমোদনও দিয়েছেন দলের নিয়ম বহির্ভুতভাবে। এতে করে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে অষ্টগ্রাম উপজেলা বিএনপি কোনো কর্মসূচি পালন না করার বিষয়টিও উল্লেখ করা হয়।
এ সকল অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, সে মর্মে আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
উল্লিখিত অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ।