নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ কিশোরগঞ্জ সদর ও ভৈরবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের উছমান গণির ছেলে আব্দুল্লাহ (২৪) ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মনিপুরঘাট এলাকার চন্দন মিয়ার স্ত্রী ঝুমুর বেগম (৩২)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ডিবির এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির দলটি ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোলপ্লাজার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেফতার করে।
অপরদিকে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির দলটি রবিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মনিপুরঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ঝুমুর বেগমকে গ্রেফতার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।