ঢাকাMonday , 18 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

“বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব তরুণদের নিতে হবে”

প্রতিবেদক
-
November 18, 2024 6:38 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল লক্ষ্যে  পৌঁছাতে হলে আমাদের দায়িত্বশীল হতে হবে। শিখন প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে। এটা কোন কঠিন কাজ নয়। সকলের সমঅধিকার সুশাসন নিশ্চিত করতে বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব তরুণদের নিতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ উন্নয়নে এলাকার প্রয়োজনভিক্তিক উন্নয়নমূলক কাজ করতে হবে

সোমবার সকালে উপজেলার সম্প্রসারিত হল রুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে অহিংস অবস্থান সামাজিক সম্প্রীতির গুরুত্ব বিষয়ক তারুণ্যের ভাবনা-এ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

পিএফজির সদস্য জয়দেব আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  জিএম সেলিম রেজা, নূরুল ইসলাম মডেল কলেজের অধ্যক্ষ  আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক খাইরুল আলম, শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফী উদ্দিন দি হাঙ্গার বাংলাদেশের মো. আক্তারুজ্জামান

প্রধান অতিথি আরো  বলেন, আত্মনির্ভরশীল ব্যক্তি সমাজ রাষ্ট্রকে  সামনে এগিয়ে নিয়ে যায়সেজন্য পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং বা পার্টটাইম কাজের প্রতি গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের শেষে পিএফজির সদস্য অনুষ্ঠানের সভাপতি জয়দেব আচার্য্য বলেন নিজের আচারনগত পরিবর্তন না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।তরুণ সমাজ কে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক আমাদের সম্প্রীতি  ধ্বংস করে দিচ্ছে

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজির কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথ।

আপনার মন্তব্য করুন