ঢাকাTuesday , 19 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রতিবেদক
-
November 19, 2024 11:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ।

মঙ্গলবার জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সোহাগ মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কালেক্টরেটে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.২০ টাকা। সে হিসেবে কিশোরগঞ্জ থেকে ঢাকার বাস ভাড়া হওয়ার কথা ২৬০ থেকে ২৭০ টাকা। কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা।

সরকারের নিয়মকে তোয়াক্কা না করে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ মানুষের পকেট কেটে বিশেষ গোষ্ঠীর পকেট ভারি করা হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

তারা অবিলম্বে বাস ভাড়া কমানোর বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

আপনার মন্তব্য করুন