নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে মদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন নাটালের মোড়ে অভিযানটি চালায় ডিবি পুলিশের একটি দল।
গ্রেফতার তিনজন হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাতাইন গ্রামের মৃত কবির মিয়ার ছেলে আজিজুল হাকিম (২৩), একই উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমনগর গ্রামের আলী হোসেনের ছেলে ইউসুফ মিয়া (৩৪)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল ভৈরবের নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮২৯৯) থামিয়ে সাইডবক্স তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে নেমে তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২০ বোতন বিদেশি মদ ও এক কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করে ডিবি।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।