ঢাকাWednesday , 20 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ শুরু

প্রতিবেদক
-
November 20, 2024 11:46 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাজার ১০০ কৃষককে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ দেওয়া হচ্ছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার এসব বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব বীজ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন। সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস ছামাদসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাকর্মচারীসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪২৫ অর্থ বছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৩ হাজার ১০০ কৃষকের প্রত্যেককে দুই কেজি করে লাল তীর হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম বলেন, আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে প্রণোদনার বীজধান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাছাই করা প্রত্যেক কৃষকের হাতেই বীজ পৌঁছে যাবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, কৃষি ও কৃষক দেশের প্রাণ। কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহায়তা করছে। উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন এবং কৃষিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

আপনার মন্তব্য করুন