ঢাকাThursday , 21 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাই হওয়া মালামালসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 21, 2024 12:37 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশতাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মালামাল।

গ্রেফতার দুজন হলেন আশরাফুল হক খান তুষার রাকিব হাসান আরফিন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন, নগদ তিন হাজার পাঁচশত টাকা, একটি ভ্যানিটি ব্যাগ, একটি মানিব্যাগ, ১০০ ডলার, ৩৭০ মালয়েশিয়ান রিংগিত, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া স্বর্ণের রিং (বালি), তিনটি স্বর্ণের নাকের নথ, একটি স্বর্ণের রিং, একটি স্বর্ণের নাকফুল, পাঁচটি মোবাইল ফোন ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাকু 

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের নম্বর রোড়ের একটি বাসা থেকে আশরাফুল হক খান তুষার এবং রাত সোয়া ৮টার দিকে ১০ নম্বর সেক্টরের নম্বর রোডের একটি বাসা থেকে রাকিব হাসান আরফিনকে গ্রেফতার করা হয়

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ভিকটিম মো. শহিদুল্লাহ তার স্ত্রী বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে নামেন। বাস থেকে নেমে মাস্কট প্লাজার সামনে দিয়ে পায়ে হেটে বাসায় যাচ্ছিলেন তারা। এ সময় দুই ছিনতাইকারী সিএনজি থেকে নেমে শহিদুল্লাহ তার স্ত্রীকে ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ (যাতে ছিল মালয়েশিয়ান ৩৭০ রিংগিত, মালয়েশিয়ান ওয়ার্ক পারমিট কার্ড, তিনটি ভিসা কার্ডনগদ দুই হাজার আটশত টাকা   একটি ১০০ ডলারের নোট) এবং একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে  যায়।

এ ব্যাপারে ভিকটিম শহিদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

আপনার মন্তব্য করুন