নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের পুনির্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার দে মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার হানিফ মিয়া, লিডার আমিনুর রহমান ও লিডার দুলাল মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবকদের গুরুত্ব, দায়িত্ব-কর্তব্য এবং বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় তাদের অবদানের কথা তুলে ধরেন। স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতে আরো উৎসাহ উদ্দীপনা ও দায়িত্ব সহকারে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।