ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতিবেদক
-
আগস্ট ১১, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (বুধবার রাত ১০টা পর্যন্ত) ১১৮ জনের করোনা শনাক্ত এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৭৮ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৫ জন, হোসেনপুরে ৫ জন, করিমগঞ্জে ১ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কুলিয়ারচরে ১ জন, ভৈরবে ৩২ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ৫ জন, ইটনায় ১ জন ও অষ্টগ্রামে ২ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ৭, ৮, ৯ ও ১১ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ১০ আগস্ট বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ৬ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬৬, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯ জন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ মোট ৪৫৬ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ৪৪ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১ জন। ভৈরব উপজেলার ৭৫ বছর বয়সী একজন নারী গত মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৮৫ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৩৫৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৩৫ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৯১ জন, হোসেনপুরে ২৫৬ জন, করিমগঞ্জে ৪৫ জন, তাড়াইলে ৫০ জন, পাকুন্দিয়ায় ২৭০ জন, কটিয়াদীতে ৫৪২ জন, কুলিয়ারচরে ৬৭ জন, ভৈরবে ৬৮৯ জন, নিকলীতে ৫৭ জন, বাজিতপুরে ১৫০ জন, ইটনায় ৩২ জন, মিঠামইনে ৩০ জন ও অষ্টগ্রামে ৫৬ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১৮৬ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪৯ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৬ হাজার ৫৯১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘন্টায় সাইনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ হাজার ৮০৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ১৯৭ জনকে। একই সময়ে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ৬৩০ জনকে। গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ১ লক্ষ ৬২ হাজার ৬৭৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৪ হাজার ১৯৯ জন।

আপনার মন্তব্য করুন