নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন গোটা মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের নাম ইসলাম নয়। ইসলামের ভিত্তিতেই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অফিস, আদালত, কোর্ট–কাচারি চলবে। মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে রাষ্ট্রের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত। রাষ্ট্রের সকল জায়গায় আজ বৈষম্য। দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা।
শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ইসলামী সমাজ আয়োজিত মানববাধিকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত রেখে কোনো সমস্যারই সমাধান হবে না। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান হবে। তিনি বলেন, গণতন্ত্রের জোট, ভোট, নির্বাচন, উগ্রতা, সন্ত্রাস ও বোমাবাজী ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একদল ঈমানদার ও সৎকর্মশীল লোক। ইসলামী সমাজ আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (স.) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামী সমাজ ও রাষ্ট্র করার লক্ষ্যে একদল ঈমানদার ও সৎকর্মশীল লোক তৈরির জন্য দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছে। সকলকে তিনি ইসলামী সমাজের এই দাওয়াতি আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
ইসলামী সমাজ কিশোরগঞ্জ জেলার দায়িত্বশীল আব্দুল মান্নানের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়ামান কবির, ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল মুহাম্মদ ইয়াসিন প্রমুখ।