নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাইফুল ইসলাম আক্তার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌনে ৯টার দিকে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
গ্রেফতার সাইফুল ইসলাম আক্তার ভৈরবের শম্ভুপুর রেলগেট সংলগ্ন মৃত আজিজুল হক ফালু মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ২টা ভৈরবের লক্ষ্মীপুর এবং বিকাল ৬টায় কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে দুষ্কুতিকারীরা হামলা করলে বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় মামুন মিয়া (৩১) নামে এক ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম (সেবা) জানান, গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। এ মামলার অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলেছে বলেও জানান তিনি।