নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা মহিলা পরিষদ।
“পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ উপলক্ষে সোমবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা মহিলা পরিষদ।
এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
আরো বক্তব্য রাখেন মানবাধিকার আইনজীবী পরিষদের সহ–সভাপতি এডভোকেট হামিদা বেগম, জেলা লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শংকরী রানী সাহা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিকা দাস ও পাড়া কমিটির পক্ষে পাপিয়া পণ্ডিত।
মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর সমবায় ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পক্ষকালের কর্মসূচি উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
সভায় আলোচনা করেন অর্থ সম্পাদক এডভোকেট প্রতিভাশীল, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার ও সহ সভাপতি চন্দনা দেবনাথ। সভা সঞ্চালনা করেন লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলি।
উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।