নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক রাশেদুল হক দিদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২টা এবং বিকাল ৩টায় কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা করলে অনেকেই আহত হন।
হামলার ঘটনায় সুজন মিয়া বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতারের পর আসামি দিদারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।