নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বিদেশি মদসহ আকলিমা খাতুন (১৯ নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে ভৈরবপুর উত্তরপাড়াস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিমপ্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ১৮ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় আল মোবারাকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব–১৫–৫২৯৪) থামিয়ে সাইডবক্স তল্লাশি করা হয়। তল্লাশি করার সময় বাস থেকে নেমে এক নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ডিবি। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক আকলিমা খাতুন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চানপুর গ্রামের মৃত হাসান আলীর মেয়ে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।