হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফরিদ–আল–সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত উসমান ও সদস্য সচিব আল আমিন ভূইয়া ও শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা ফাতেমাতুজ জোহরা।
এছাড়াও আহতদের মধ্যে বক্তব্য রাখেন রতন ভূইয়া, মোস্তাক আহমেদ রাব্বি, রাহাত খান, শাহ উসমান খায়রুল, সজিব হোসাইন, আমিনুল হক প্রমুখ।