পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পরিবারের শখ মেটাতে দীর্ঘ প্রায় ৩০ বছর পর হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন কাতার প্রবাসী দিলোয়ার হোসেন হিরন নামে এক ব্যক্তি। শনিবার বেলা সাড়ে ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে গ্রামে আসেন পৌনে ১২ টায়।
হিরন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামের শামছুজ্জামানের ছেলে। তাকে বহনকারী হেলিকপ্টারটি হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অবতরণ করে। এ সময় পরিবারের সদস্য ও গ্রামবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিবারের সদস্যরা জানান, সংসারে স্বচ্ছলতা আনতে প্রায় ৩০ বছর আগে কাতার পাড়ি জমান হিরন। দীর্ঘ প্রবাসজীবনে নিজ পরিবারে আর্থিক স্বচ্ছলতা যেমন ফিরয়ে এনেছেন, তেমনি এলাকার অসহায় মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানকেও সহায়তা করেছেন। এর আগে কয়েকবার বাড়িতে এলেও পরিবারের শখ মেটাতে এবার হেলিকপ্টারে চড়ে এলেন। এ সময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি জানান, হিরন একজন ভালো মানুষ। গ্রামের যে কারো বিপদ আপদে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরায় হিরনকে দেখতে হাজারো মানুষ ভিড় করেন।
প্রবাসী দিলোয়ার হোসেন হিরণ বলেন, আমি দীর্ঘদিন কাতার রয়েছি। পরিবারের ইচ্ছায় এবার হেলিকপ্টারে করে বাড়ি এলাম। পরিবারের শখ পূরণ করতেই এভাবে বাড়ি ফিরেছি। সকলের দোয়া কামনা করেন তিনি।