নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তে চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের মৃত চাঁনফর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৬৫) ও রাঙ্গামাটি জেলা সদরের কাঁঠালতলী গ্রামের মৃত হরে কৃষ্ণ পালের ছেলে ধ্রুব পাল (৫৫)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তাহসীন হাবীব তালিমের নেতৃত্বে ডিবির একটি দল ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তে চেকপোস্ট স্থাপন করে। এ সময় কাজী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো–ব–১৫–৩৯৫১) থামিয়ে বাসের সাইডবক্স তল্লাশি করার সময় দুজন লোক নেমে পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে তাদেরকে আটক করে ডিবি। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।