ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় গরু ও ট্রাকসহ দুই গরুচোর গ্রেফতার

প্রতিবেদক
-
ডিসেম্বর ১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি  গরু ট্রাকসহ আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কে ব্যারিকেড দিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গৌরীশ্বর সন্ধ্যাপুর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দ খালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০) এসময় চোরাই গরুসহ চোরাইকাজে ব্যবহৃত ট্রাক কাটার মেশিন জব্দ করা হয়। 

পুলিশ জানায়, রবিবার ভোরে পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেনের নেতৃত্বে পাকুন্দিয়া পৌরসদরের মূল সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় গরু বোঝাই একটি ট্রাককে সন্দেহ হলে থামানোর চেষ্টা করে। ধাওয়া করে কলেজ রোড থেকে ট্রাকটিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ট্রাকটি চোরাই কাজে ব্যবহৃত এবং ট্রাকে থাকা গরু দুটি চোরাই বলে শনাক্ত হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেফতার দুই চোর আন্ত:জেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং দুটি গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য করুন