ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
-
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  ঈদগাহ ও খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। এ দাবিতে সোমবার দুপুরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি প্রায় দুইশ বছরের পুরনো মাঠটি দখল করে মৎস্য খামার করছেন।

তবে অভিযুক্তের দাবি, এই সম্পত্তি তাদেরর নিজেদের। দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন। এখন মৎস্য খামার করবেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামের।

আতকাপাড়া গ্রামের প্রায় দেড় একর জমিটি দীর্ঘদিন ধরে ঈদগাহ ও খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন এলাকাবাসী। ধান কাটার মৌসুমে এখানে ধান শুকানোর কাজও করেন তারা।

এতদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বিপত্তি বাধে তখনই, যখন এই সম্পত্তি নিজেদের দাবি করে এলাকারই একটি পরিবার এখানে মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগ নেন।

আব্দুল আহাদ নামে এক গ্রামবাসী জানান, শত বছরেরও বেশি সময় ধরে এই জমি ঈদগাহ ও খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। মাঠটি ধান শুকানোর কাজেও ব্যবহার করা হয়। অথচ কয়েকদিন আগে হঠাৎ করে এলাকার আনিস ফকির ও তার ছেলেরা মাঠটি নিজেদের দাবি করে মাছের খামার করার উদ্যোগ নেন। এর প্রতিবাদে গ্রামবাসী আন্দোলনে নেমেছেন।

এলাকার শত শত নারী-পুরুষ মাঠ রক্ষার দাবিতে সোমবার রাস্তায় নেমে আসেন। তারা যে কোনো মূল্যে মাঠ রক্ষার ঘোষণা দেন।

অপরদিকে জমিটির দাবিদার আনিস ফকিরের ছেলে নূরুজ্জামান ফকির জমিটি নিজেদের দখলে রাখতে মরিয়া। তিনি জানান, জমিটির বৈধ মালিক তাদের পরিবার। দীর্ঘদিন তারা জমিটি পরিত্যক্ত ফেলে রেখেছেন। এখন এটি চাষাবাদ করবেন। কিন্তু গ্রামের কতিপয় ব্যক্তি তাদেরকে হুমকি দিচ্ছে, এমনকি চাঁদাও দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সরেজমিন পরিদর্শন করে দুপক্ষের বক্তব্য শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন