নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ (২৫ নভেম্বর –১০ ডিসেম্বর) উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের একটি সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে তৃণমূলের নারী-পুরুষের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে “পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি ” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
আরো বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, দানাপাটুলি ইউনিয়ন কমিটির সভাপতি মাহমুদা আক্তার শিল্পী, তৃণমূলের পক্ষে আশরাফুল ইসলাম, আফতাব উদ্দিন ও তানজিনা আক্তার।
সভা সঞ্চালনা করেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ব্রাঞ্চ এক্সিকিউটিভ মাধবী রায়।
সভার শুরুতে প্রধান অতিথি ও জেলা শাখার নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান দানাপাটুলি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।