নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে বিভিন্নজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এক বিবৃতি দিয়েছেন। তার দেওয়া বিবৃতি এখানে তুলে ধরা হলো।
বিবৃতিতে তিনি বলেন, সিলেটে বন্যার কারণ হিসেবে বার বার কিশোরগঞ্জের অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন অলওয়েদার সড়ককে দায়ী করে কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগের উৎসব দেখছি কদিন পর পর। যা অনেক সময় বিকৃতভাবে উপস্থাপন করা হয়। তথ্যবিকৃতি থামাতে সরকারি উদ্যোগে বিশেষজ্ঞদের মতামত ও সমীক্ষার ভিত্তিতে প্রকৃত সমস্যা নিরূপণ এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সিলেটে বন্যার অন্যতম কারণ সিলেটের অপরিকল্পিত নগরায়ন, নদীর নাব্যতা হ্রাস, মরা ছড়া/খাল ভরাট ইত্যাদি। এসব কিছুর সমাধান না করে উদোর পিণ্ডি বুধোর গাড়ে চাপানো হচ্ছে।
তবে অলওয়েদার সড়কের পূর্বাংশে আমাদের হাওরে পলিমাটি জমে দিন দিন মরুভূমিতে পরিনত হওয়ার আশংকা উঁকি দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ অবস্থায় প্রতিহিংসা বা কাল্পনিক অভিযোগে সড়কের ক্ষতি না করে অন্তত ১০০ মিটার অন্তর অন্তর আরো কিছু বক্স কালভার্ট নির্মাণ করে পানির প্রবাহ স্বাভাবিক করা যেতে পারে।এতে পলিমাটি জমার আশঙ্কাও হ্রাস পাবে বলে মনে করেন তিনি।