নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা থেকে সাড়ে চারকেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ইটনা সদরের যুগিরকান্দা মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাহেবনগর গ্রামের সমেজ আলীর ছেলে কুদরত আলী (৫০) ও একই উপজেলার কৃষ্ণপুর মনতলা বাজার এলাকার মৃত সফর আলীর মেয়ে হালিমা (৪০)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে ইটনা থানা পুলিশের একটি দল অভিযানটি চালায়। এ সময় সাড়ে চারকেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় ইটনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন