নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
আরো বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শংকরী রানী সাহা, সদস্য এডভোকেট হামিদা বেগম, কামরুন্নাহার, মনোয়ারা জলি, বিলকিস রোজী, পাপিয়া পণ্ডিত, রিজিয়া আক্তার হ্যাপী, তরুণী ছাবিকুন্নাহার, নুসরাত জাহান তারিন প্রমুখ।
সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি আবৃত্তি করেন সিনিয়র প্রভাষক মো. হুমায়ূন কবির।
সভা সঞ্চালন করেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিকা দাস।
আপনার মন্তব্য করুন