ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতিবেদক
-
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার বাজরা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। 

এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক কালাম ওরফে কালাচাঁন (৪২) ও যাত্রী আবু হেলাল ভূঁইয়া (৫০)। 

নিহত কালাম ওরফে কালাচাঁন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং যাত্রী আবু হেলাল ভূঁইয়া একই উপজেলার রামদি বালুরচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহতদেরকে হাসপাতালে পাঠায়।

আপনার মন্তব্য করুন