ঢাকাThursday , 12 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
December 12, 2024 10:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামি হুমায়ুন আহমেদকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভৈরবের শিমুলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

গ্রেফতার হুমায়ুন শিমুলকান্দি গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, হুমায়ুন আহমেদ ভৈরবের কমলপুর পঞ্চবটি এলাকার এক নারীকে বিয়ে করার আশ্বাসে গত ৩ অক্টোবর ভৈরব পৌরসভার সামনে সুলাইমান মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মৌসুমী বেগম (৩০) নামে এক নারী স্পর্শকাতর ভিডিও ধারণ করেন। পরে বিবাদী গত ৫ অক্টোবর ভিকটিমকে ফোন করে শারীরিক সম্পর্ক করার জন্য ডাকেন। ভিকটিম তার ডাকে সাড়া না দিলে স্পর্শকাতর ভিডিও ভিকটিমের কাছে পাঠায় এবং না এলে আত্মীয় স্বজনদের কাছে ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বুধবার (১১ ডিসেম্বর) ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ১ নং আসামি হুমায়ুন আহমেদকে গ্রেফতার করে। মামলার অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গ্রেফতার হুমায়ুন আহমেদকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য করুন