বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে জেলে আন্দোলনে নিহত সঞ্জিব দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ সাইফুল ইসলাম মাস্টার, কিশোরগঞ্জ জেলা কৃষক সংগ্রাম কমিটির সভাপতি কমরেড নূরুল ইসলাম মাস্টার, জেলা বাসদের আহ্বায়ক এডভোকেট শফীকুল ইসলাম, এডভোকেট খন্দকার মো. শাহজাহান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য নৌ পরিবহন মালিক সমিতির প্রধান সমন্বয়ক মো. মাসুম, সঞ্জিব দাস স্মরণসভা উদযাপন কমিটির সদস্য আঙ্গুর মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য অহিদ উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খালেদা আক্তার প্রমুখ।
বক্তাগণ উন্মুক্ত জলাশয়ে প্রকৃত জেলেদের অবাধে মাছ ধরার অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতার প্রভাবে অবৈধ দখলদার ও তাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সভা সঞ্চালনা করেন সঞ্জিব দাস স্মরণসভা উদযাপন কমিটির সদস্য সচিব সাজেদুল ইসলাম সেলিম।
উল্লেখ্য, ১৯৯২ সনের ২৯ ডিসেম্বর বাজিতপুরের বেংলা জলমহালে জেলেদের অধিকার আদায়ের আন্দোলনে ইজারাদারদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সঞ্জিব দাস।