ঢাকাMonday , 6 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

এক ছেলে মেজর, আরেক ছেলে এএসপি এরপরও নিজের জমিতে যেতে বাধা

প্রতিবেদক
-
January 6, 2025 3:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ছেলের মধ্যে এক ছেলে সেনাবাহীনির মেজর, আরেক ছেলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)। তিনি নিজেও সেনাবাহীনির অবসরপ্রাপ্ত সিনিয়র নন কমিশন্ড অফিসার। এরপরও নিজের ক্রয় করা জমিতে যেতে পারছেননা অসহায় এক পিতা।

সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন করিমগঞ্জের আতকাপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু আনিস ফকির বলেন, বাড়ির পাশেই গুজাদিয়া মৌজায় ১ একর ১৬ শতাংশ জমি প্রায় ৩৮ বছর আগে ক্রয় করেন তিনি। তার নামে রেজিস্ট্রিকৃত দুটি সাফকবলা দলিল এবং জমাখারিজ, পৃথক পর্চা ও হোল্ডিং রয়েছে। নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন তিনি। এ জমির ওপর ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। সকল বৈধ কাগজপত্র থাকা স্বত্বেও একটি কুচক্রিমহল জমিটি জবরদখলের পায়তার করছে বলে অভিযোগ করেন তিনি।

এতদিন চাকরি করার কারণে সে জমিতে কিছু করার সুযোগ হয়নি। ইদানিং রেজিস্টার্ড আমিন দ্বারা মাপজোখ করে সীমানা নির্ধারণ করে জমিতে স্থায়ী কিছু করার চেষ্টা করছেন। তখনই একটি স্বার্থান্বেষী মহল কাজে বাধা দেয়। তারা আকারে ইঙ্গিতে তিন লক্ষ টাকা চাঁদাও দাবি করে এবং জমির গাছ কাটতে থাকে। এ অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। মামলার পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন।

জমিটি জবরদখল করতে চক্রটি গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে মানববন্ধন করে বলে অভিযোগ করেন তিনি। তাদের অন্যায়ের প্রতিবাদ করায় মনগড়া কাহিনী সাজিয়ে একটি মামলাও করে।

সংবাদ সম্মেলনে আবু আনিস ফকির বলেন, আইন মতে দলিল যারজমি তার। এটি একটি ব্যক্তি মালিকানা জমি। এখানে আন্দোলন, মানববন্ধন বা অবৈধ দাবি অপ্রাসঙ্গিক দাবি করে তিনি বলেন, আমার সাংবিধানিক অধিকার থেকে তারা আমাকে বঞ্চিত করতে চাচ্ছে।

বর্তমানে পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি ৮০ বছরের বয়স্ক একজন বীর মুক্তিযোদ্ধা। ওপেন হার্ট সার্জারি করা ও দুইবার ব্রেইন স্ট্রোক করা অসুস্থ মানুষ। এ সমস্ত অন্যায় জুলুমে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। এত বছরের স্বপ্নের জমিতে তার পাঁচ ছেলে যেন বাড়ি করে বসবাস করতে পারে, সে জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মন্তব্য করুন