নিউজ একুশে ডেস্ক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপির কমিশনার ড. মো. নাজমুল করিম খানের দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা কর্তৃক ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসানের মাধ্যমে সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন