নিউজ একুশে ডেস্ক: মানিকগঞ্জ সদর থানা পুলিশ ২৩ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার সর্তকতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন