পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এলাকায় আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। বুধবার দুপুরে কোদালিয়া নাদিয়া বাড়ির আনোয়ার হোসেন আনারের বসত ঘরে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত আনার জানান, আগুনে তার নিজের একটি ঘর ও তার ভাইয়ের একটি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরের সকল কিছুই পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে কাজ শুরু করেন। আগুন নিভানোর আগেই দুটি বসত ঘরসহ একটি রান্না ঘর পুড়ে গেছে।
তদন্তের পর আগুন লাগার কারণ জানা সম্ভব হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন