ঢাকাThursday , 9 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
January 9, 2025 10:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে চোরাই মোবাইল ফোন, আইএমইআই (IMEI) পরিবর্তনের ডিভাইস ল্যাপটপসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি নামক দোকানে অভিযান চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার মহসিন ভূঁইয়া (৩৬) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আতপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি বুধবার রাত পৌনে ১২ টার দিকে ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি নামক দোকানে অভিযান চালায়। এ সময় আইএমইআই পরিবর্তনকৃত চোরাই মোবাইল ফোন, আইএমইআই কাজে ব্যবহৃত ল্যাপটপ ও বিভিন্ন ক্যাবলসহ মহসিন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএমসেবা জানান, ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন