নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মীর হোসেন (৬২) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মীর হোসেন কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীর হোসেন শনিবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রবিবার সকালে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদরের মারিয়া এলাকার একটি ধানখেতে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার অটোরিকশাটি পাশের একটি খাদে পাওয়া যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে তদন্তসাপেক্ষে জানা যাবে।
আপনার মন্তব্য করুন