ঢাকাMonday , 13 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা

প্রতিবেদক
-
January 13, 2025 3:59 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাস্টার প্যারেডে  প্যারেড পরিদর্শন  অভিবাদন গ্রহণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার . মো. নাজমুল করিম খান 

অভিবাদন গ্রহণ  শেষে পুলিশ কমিশনার সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের  সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান

পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ  কমিশনার পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী  পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ করেন এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের  বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত সমষ্টিগত বিভিন্ন আবেদন  এবং সমস্যার কথা তুলে ধরেন তাদের আবেদন পূরণ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

কল্যাণ সভায় বক্তব্যে  তিনি  জিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক  কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের  পাশাপাশি  সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান 

পরে  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ  পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান। সভায় তিনি  মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান। 

জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলাসমূহের তথ্য উদঘাটন করে দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনা  প্রদান করেন।

মাস্টার প্যারেড,  কল্যাণ সভা  ও অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  মোহাম্মদ জাহিদুল হাসান। এছাড়া উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তা ও  সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার মন্তব্য করুন