নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার একটি সিএনজি স্টেশনের সামনে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে সোহেল (২৫) ও একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে উছমান গণি (৩৫)।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম–সেবা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি স্টেশনের সামনে ছিনতাই করার সময় দুজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন