নিউজ একুশে ডেস্ক: ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন গাজীপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেড ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করেছেন। বুধবার এ কর্মসূচি সম্পন্ন হয়।
পরিদর্শনের শুরুতে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেড এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পরে আইন–শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন সম্পর্কে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেনডি আইজি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম পিপিএম–সেবা, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।