ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে বিজ্ঞান মেলা

প্রতিবেদক
-
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:”জ্ঞানবিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে ৪৬তম বিজ্ঞান মেলা।

উপজেলা প্রশাসন নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী এ মেলার আয়োজনে করেছে।

বুধবার সকাল ১০ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞানমেলা উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ টি স্টল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারুণ্যনির্ভর জাতি গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্যনির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে বাংলাদেশ

জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলায় বিভিন্ন স্টল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আবিষ্কার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা

এসময় নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা ইউডিএফ দুর্গা রানী সাহা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন