ঢাকাThursday , 16 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মামুন

প্রতিবেদক
-
January 16, 2025 11:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলার উন্নতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় (ডিসেম্বর/২৪) তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় বলেন, দেশপ্রেম ও সেবার মহান ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগদান করেছি। সততা, ন্যায়নিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। এই সফলতার জন্য তিনি পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন গত বছরের ২৩ অক্টোবর। এর আগে তিনি কটিয়াদী থানার অফিসার ইনচার্জ ছিলেন।

পুলিশের চাকরিতে যোগদান করেন ২০০৬ সালের ১০ মার্চ। তিনি নেত্রকোণা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের আব্দুল হাকিম আহমেদ ও তাজ্জতের নেছা দম্পতির সন্তান। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সবার ছোট।

উল্লেখ্য, নভেম্বর/২৪ মাসেও তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।

আপনার মন্তব্য করুন