ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

প্রতিবেদক
-
জানুয়ারি ১৮, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাইপ্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান

তারুণ্যের উৎসব উপলক্ষে দুদিনব্যাপী তারুণ্য মেলা ও যুব সমাবেশের আয়োজন করা হয়। মেলায় বই, দেশীয় পিঠা, প্রসাধনী, কারুপণ্য কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মোট ৪০টি স্টল স্থান পেয়েছে

এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্যসরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। তাদের পণ্যগুলোর প্রচার ও প্রসারের জন্য সরকারের পক্ষ্য থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণরা যাতে চাকরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়, সে উদ্দেশ্যেই সরকার তারুণ্য মেলাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

আপনার মন্তব্য করুন