ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দি, স্টেডিয়ামপাড়া, চণ্ডিবের, গাছতলাঘাট, উপজেলা পরিষদের সামনের এলাকাসহ বিভিন্ন স্থানে শিশু, নারী ও পুরুষসহ ১৮ জন পাগলা কুকুরের কামড়ে আহত হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান জানান, কুকুরের কামড়ে আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউই গুরুতর আহত নন। সকলকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য করুন