ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
January 18, 2025 11:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে চাঁদাবাজি মামলার সন্দেহভাজন এক আসামিকে  গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার ইমতায়াজুল হক পায়েল (২৫) কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে মিজান ভূইয়াসহ ১০/১৫ জন দুষ্কৃতিকারী দেশিয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে ব্রাহ্মণকচুরী গ্রামের প্রয়াত জয়কৃষ্ণ বর্মণের স্ত্রী গীতা রানী বর্মণের বাড়িতে আক্রমণ করে। তারা বাড়িঘর ভাঙচুর করে নগদ ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন এবং নগদ ১৫ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে বাড়িটি দখল করে নেয়। ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে গীতা রানীর পরিবারের সকলেই প্রাণ রক্ষার্থে বাড়ি ছেলে পালিয়ে যায়।

গত বছরের ৬ নভেম্বর পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরে এলে দুষ্কৃতিকারীরা ঐদিন বিকালে আবারো হামলা চালায়। তারা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গীতা রানীর ওপর হামলা করে এবং চাঁদা না দিলে বাড়িতে থাকতে দিবেনা বলে হুমকি দেয়।

এ ব্যাপারে গীতা রানী বাদী হয়ে গত ৮ নভেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম-সেবা জানান, মামলার পরিপ্রেক্ষিতে সন্দিগ্ধ আসামি হিসেবে ইমতিয়াজুল হক পায়েলকে গ্রেফতার করা হয়েছে

পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন