নিউজ একুশে ডেস্ক: ঢাকা জেলার রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
শনিবার ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্সে অবস্থিত রিজার্ভ অফিসে পৌঁছলে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডিআইজিকে বরণ করে নেন। পরে ঢাকা জেলা পুলিশের একটি চৌকষ দল ডিআইজিকে সালামী প্রদান করেন।
ডিআইজি পরে রিজার্ভ অফিস পরিদর্শন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।
এ সময় ঢাকা ট্রাফিক (উত্তর) এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজার্ভ অফিসে কর্মরত অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন