নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী ও শিক্ষক শপথে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শপথ অনুষ্ঠান শেষে পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের এ্যাম্বাসেডর জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথের সঞ্চালনায় শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফী উদ্দিন।
শপথ অনুষ্ঠানে বক্তারা বলেন, পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়, যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয়। পলিথিন এমন একটি পণ্য, যা মাটির সঙ্গে মিশতে আনুমানিক দেড় হাজার বছর সময় লাগে। পলিথিন অপচনশীল পদার্থ হওয়ায় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস ও মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। পলিথিন শুধু মাটির গুণাগুণই নষ্ট করছে তা–ই নয়, বরং বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি ও পরিবেশকে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক রতীন্দ্র চক্রবর্তী, সহকারী শিক্ষক শেখ ইমন, শরীরচর্চা শিক্ষক সালমা ডালী, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কো–কোঅর্ডিনেটর হবিন মিয়া, সায়মা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের সদস্যরা।
শপথ ও আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষক, ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য ও শিক্ষার্থীরা বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।