ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক আইনের মামলায় নিকলীর আল আমিন গ্রেফতার

প্রতিবেদক
-
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১ উত্তরা ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি নিকলী উপজেলার পূর্বগ্রাম গ্রামের গোলাপের ছেলে এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ১ টার দিকে নিকলী উপজেলা সদরের নতুন বাজারগামী রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণ মিছিল বের করে। মিছিলে আল আমিনসহ কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে। তাদের হামলায় অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। আল আমিনসহ অন্যরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ  ও ভাঙচুর করে। আশেপাশের দোকানপাটেও তারা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।

হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত এবং জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করে। রবিবার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন