নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন ধরে পানির সঙ্কটে ছিল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। সোমবার রাতে নতুন মটর লাগানোর পর সঙ্কট কেটেছে। পানি না থাকায় গত তিনদিন ভোগান্তিতে ছিল চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি থাকেন হাসপাতালে। ২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও স্বজনসহ সহস্রাধিক মানুষ অবস্থান করেন। প্রতিদিন এখানে ২০ হাজার লিটার পানি প্রয়োজন। হাসপাতালে পানির সঙ্কটের কারণে তিনদিনে অন্তত ৩০ জন রোগী অন্যত্র চলে গেছে বলে জানা গেছে।
পানির মটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালটিতে শনিবার বেলা ১১টা থেকে শৌচাগারসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি সঙ্কটে শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে হাসপাতালে। বিকল হয়ে যাওয়া মটরটি টানা দুদিন সচল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এরইমধ্যে ফায়ার সার্ভিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পানি সরবরাহের চেষ্টা করা হয়। প্রয়োজন মেটেনি তাতে।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, গত তিনদিনে রোগীদের অনেক ভোগান্তি হয়েছে এটা সত্য। তবে আমরা আমাদের অবস্থান থেকে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি। সোমবার রাতে একটি নতুন মটর লাগানোর পর পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।