নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ শাহ আলম (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার শাহ আলম কিশোরগঞ্জ শহরের নিউটাউন (পশ্চিম তারাপাশা) এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি সোমবার ভোরে নিউটাউন (পশ্চিম তারাপাশা) এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলমের বসতঘর থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন