নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অষ্টচল্লিশা গ্রামের বকুল মণ্ডলের ছেলে মোহন মণ্ডল (৪৫) ও একই উপজেলার চান্দুসী গ্রামের নূর ইসলামের ছেলে ইমান আলী (৩৫)।
র্যাব সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাবের দলটি ভৈরবের শম্ভুপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ৯ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পিপিএম–সেবা জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামীদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন